সংবাদদাতা ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিকলী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গত ৩০ অক্টোবর প্রকাশ হয়েছে। অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠুকে সভাপতি ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আজ বুধবার ৪ নভেম্বর গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানের বাসায়। সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু এই প্রতিনিধিকে টেলিফোনে জানান, “যুগ্ম মহাসচিবের কাছে আমরা নতুন কমিটির পক্ষে দোয়া ও সহযোগিতা চেয়েছি যাতে সুন্দরভাবে সামনের পথ চলতে পারি। তিনি আমাদের বলেছেন, রাজনৈতিক এ সঙ্কটের দিনে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে সংগঠনের কাজ চালিয়ে যেতে। তার পূর্ণ সমর্থন সবসময় থাকবে।”
এ সৌজন্য সাক্ষাতের সময় সাথে আরো ছিলেন নিকলী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলান।