আবদুল্লাহ আল মহসিন, বিশেষ প্রতিনিধি ।।
দাওয়াত ও তাবলীগের চলমান সংকট নিরসনে আজ শনিবার (২৭ অক্টোবর ২০১৮) নিকলী কেন্দ্রীয় জামে মসজিদে ওজাহাতী জোড় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ অক্টোবর ২০১৮) সকাল ৮টা থেকে নিকলী তাবলিগ মার্কাজ কেন্দ্রীয় জামে মসজিদে ওজাহাতী জোড় শুরু হয়।
উপজেলার তাবলীগের পুরাতন-নতুন সাথী, আলেম উলামা, মাদ্রাসা শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন ও তাবলীগ অনুরাগীরা এতে অংশগ্রহণ করেন।
তাবলীগ জামাতের চলমান সংকট নিরসনে কোরআন হাদিসের আলোকে দিকনির্দেশনা দিয়ে বয়ান করেন কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শিক্ষক মাওলানা আবদুর রহিম ও জেলা মার্কাজের মুরব্বী মাওলানা রফিকুল ইসলাম।