আমাদের নিকলী ডেস্ক ।।
পাকুন্দিয়ায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে জামাল উদ্দিন (৪০) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ অক্টোবর ২০১৮) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান এই দণ্ডাদেশ দেন।
দণ্ডিত জামাল উদ্দিন উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার নারান্দী ইউনিয়নের একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পোড়াবাড়িয়া কোনাউরা বন এলাকায় মাদকাসক্ত জামাল উদ্দিন ওই শিক্ষার্থীকে উত্যক্ত করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে জামাল উদ্দিনকে আটক করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান ও থানা পুলিশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় অভিযুক্ত জামাল উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান।
পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ২৭ অক্টোবর ২০১৮