অসমাপ্ত
তোফায়েল আহছান
বলছি না ফিরে এসো, কাছাকাছি বসো
গান করি মধুমাখা, মিঠা সুরে হাসো।
বলছি না হাতে হাত, পাশাপাশি হাঁটো
খুনসুঁটি লেগে থাক, সুখি মুখ বাটো।
বলছি না কালো মেঘে, বিকেলটা ঢাকো
সকালটা ভেজা সুরে, স্যাঁতস্যাঁতে থাকো।
বলছি না মাঝ দিনে, খড়খড়ে মন
কার্তিক ঘুরে হোক, শ্রাবণের ক্ষণ।
বলছি না নিভে থাক, সন্ধ্যার বাতি
নোনা জল ছাপিয়ে, ছন্দেতে মাতি।
বলছি না কাজ বাদে, কানে থাক ফোন
কুড়মুড়ে ভাব রেখে, মেইক লাভ জোন।
বলছি না জেগে থাকো, ফিস ফিস বলো
এক পাশে অক্ষর, আর পাশে হ্যালো।
বলছি না কাঁধে হাত, ঠোঁট মুখোমুখি
খালি পিঠে জড়িয়ে, উড়ে যাক পাখি।
বলছি না একমুঠো, রোদে জ্বলা রাত
তারাদের দিন চাই, ঢেউয়ে গড়ে জাত।
বলছি না প্রাইভেট, বিনিময় হোক
পাবলিক পরিচয়, করছে না শোক।
বলছি না জ্বলে থাকা, সবুজ বাতি
সামাজিক ঝড় তোলে, হৃদয়ের ক্ষতি।
বলছি না গোধূলি, নীল রঙে সাজে
যুদ্ধের ডামাডোল, গোলাপের ভাঁজে।
বলছি না সহযোগী, পাগলাটে হাওয়া
জানলায় গ্লাস টানা, ফুরিয়েছে চাওয়া।
বলছি না ফটো ফ্রেমে, কড়কড়া বালু
স্মৃতির মলাট ঢেকে, উজানেতে ঢালু।
*** সময়ের ভার্চুয়াল জীবন