নিজস্ব প্রতিবেদক ।।
নিকলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আগামী ৩১ অক্টোবর বুধবার আওয়ামীলীগ নিকলী উপজেলা শাখা ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ নিকলী উপজেলা শাখা, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আগামী বুধবার ৩১ অক্টোবর নিকলী কেন্দ্রীয় ঈদগাহে জনসভার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি থাকবেন নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে আওয়ামীলীগকে সুসংগঠিত, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে বুধবার দুপুর ২টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ ইসহাক ভূইয়া। জনসভা পরিচালনায় থাকবেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম।
উক্ত জনসভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নিকলী উপজেলার সাধারণ জনগণকে উপস্থিত থাকার জন্য সংগঠনটি থেকে আহ্বান জানিয়েছে।