ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর-২০১৮ ও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। ২৯ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উদ্যোগে এনজিও ওয়ার্ল্ড ভিশন, ব্র্যাক ও জাকসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার নিমতলীর মোড় প্রদক্ষিণ করে শহীদ মিনার পাদদেশে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে উপস্থিত সুধীজন ও শিক্ষার্ধীদের মাঝে হাতধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, ওসি জাকিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমুখ।

অপরদিকে কারিতাস আলোঘর প্রকল্পের উদ্যোগে পত্নীতলা এরিয়ার ধামইরহাট উপজেলার ১৫টি শিশুশিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হাত ধুয়ে দিবসটি উদযাপন করা হয়।

Similar Posts

error: Content is protected !!