কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী (৪০) এবং একটি বকনা বাছুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ অক্টোবর ২০১৮) দুপুর ১টার কিছু আগে উপজেলার আশ্রবপুর-নোয়াকান্দি এলাকায় ব্রীজের পাশে ওই নারী ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের নিকট পূর্ব গাইলকাটা এলাকায় বকনা বাছুরটি ট্রেনে কাটা পড়ে মারা যায়।

রেলওয়ে অফিসের এসএই ওয়ে মো. জালাল উদ্দীন ও এ/কিম্যান-২ মো. আলী হোসেন জানান, সোমবার (২৯ অক্টোবর) দুপুর ১২:৫৫ এ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আশ্রবপুর-নোয়াকান্দি এলাকায় পৌঁছলে ব্রীজের কাছে ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়। মহিলার বয়স আনুমানিক ৪০ বছর।

এছাড়া একই ট্রেনের নীচে কাটা পড়ে কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের কাছে পূর্ব গাইলকাটা এলাকায় একটি বকনা বাছুর মারা যায়।

কুলিয়ারচর রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানায় একটি ম্যাসেজ দেয়া হয়েছে। থানার কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ২৯ অক্টোবর ২০১৮

Similar Posts

error: Content is protected !!