মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রীর ব্রাউন্ডিং-এর বিষয়সমূহ জনগণকে অবহিতকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষে হবিগঞ্জের লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর ২০১৮) সকাল ১০ টায় প্রশাসনিক চত্তরসংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে বের হয় বর্ণাট্য র্যালি। র্যালিটি উপজেলার হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে হেলিপ্যাড মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
লাখাই উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, ওসি ইমরান আহম্মদ। আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, আবুল কাশেম মোল্লা ফয়সল, প্রধান শিক্ষক নুরুল আমিন, পবিস কর্মকর্তা রুকন উদ্দিন।
গোলাম সারোয়ারের উপস্থাপনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন দেবাশীষ আচার্য্য
দিনব্যাপি মেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম অবহিতকরণের লক্ষে ১০টি স্টল অংশগ্রহণ করে।