আমাদের নিকলী ডেস্ক ।।
৪০তম বিসিএস-এর ৮ জন প্রার্থীকে নতুন করে অনলাইনে আবেদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আজ মঙ্গলবার (৩০ অক্টোবর ২০১৮) বিপিএসসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ভুল তথ্য দিয়ে ৪০তম বিসিএস-এর পূরণকৃত অনলাইন আবেদন বাতিল করে পুনঃঅনলাইনে আবেদন করার অনুরোধ জানিয়ে দাখিল করা দরখাস্তের পরিপ্রেক্ষিতে কর্মকমিশন নিম্নোক্ত ৮ জন প্রার্থীর উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বর বাতিল করা হয়েছে।’
উক্ত প্রার্থীদের আগামী ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নতুন করে অনলাইনে ৪০তম বিসিএস পরীক্ষায় আবেদন করার জন্য বিপিএসসি অনুমোদন দিয়েছে। ১৫ নভেম্বর সন্ধ্যা ৬টার পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বাতিলকৃত রেজিস্ট্রেশন নম্বরগুলো হলো- ১১০০৩২১৯, ১১০১৩৭৯০, ১১০১৩২৫০, ১৩০০০০৩৮, ১১০০৩৬২৪, ১১০০৬৭২৪, ১৮০০০৯৮৬ ও ১৮০০২৩৫৬। বাসস