আমাদের নিকলী ডেস্ক ।।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তি বা অবমাননা না করতে ইইউ আদালত একটি রুল জারি করেছেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটস (ইসিএইচআর) এমন বক্তব্য দিয়ে বৃহস্পতিবার (২৫ অক্টোবর ২০১৮) এ রুল জারি করেন।
২০০৯ সালে ‘বেসিক ইনফরমেশন অন ইসলাম’ শীর্ষক দুটি সেমিনারে নবী মুহাম্মদ (সা.)-এর বিয়ে নিয়ে কটুক্তি করেছিলেন মিসেস ‘এস’ নামে অস্ট্রীয় এক নাগরিক। ফলে ২০১১ সালে তাকে জরিমানা করা হয়।
পরে ওই নারী অভিযোগ করতে অস্ট্রিয়ার নিম্ন ও উচ্চ আদালতে যান। সেখানে আদালত তার অভিযোগ গ্রহণ না করায় পরবর্তী সময়ে মিসেস এস ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে অভিযোগ করেন। দীর্ঘ কয়েক বছর বিচার বিশ্লেষণের পর ইইউ আদালত ওই নারীর বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে মহানবী (সা.)-কে কটুক্তির অভিযোগ নিষ্পত্তি করে দেন।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে প্রায় সাড়ে ৫০০ ডলার অর্থদণ্ড দেয়া হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অস্ট্রিয়ার আদালত সিদ্ধান্ত দেন, ইসলামে নবীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা এবং উদ্দেশ্যমূলক কোনো বক্তব্য দেয়া তার বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এতে ধর্মীয় শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হতে পারে। এ ধরনের কোনো অভিযোগ পেলে আদালত পদক্ষেপ নেবে বলেও জানানো হয়।
অস্ট্রিয়ার এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ইসিএইচআর জানায়, অন্য ধর্মের অনুসারীদের অনুভূতি সুরক্ষিত রাখার জন্য ও ধর্মীয় শান্তি সংরক্ষণের লক্ষ্যে এবং সতর্কতার সঙ্গে স্বাধীন মতপ্রকাশের অধিকারকে সমুচিত করতে এ রুল জারি করা হয়েছে।
সূত্র : যুগান্তর, ৩১ অক্টোবর ২০১৮