কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের হয়বতনগর জমিদার বাড়ির সন্তান বিশিষ্ট লেখক, চলচ্চিত্র গবেষক ও অভিনেতা সৈয়দ আব্দুল আহাদ মশকুর (৯০) আর নেই। গত রোববার সকালে বার্ধক্যজনিত কারণে রাজধানীর উত্তরার বাসায় তিনি মারা যান।
রোববার বাদ জোহর উত্তরা নয় নম্বর সেক্টরের বড় জামে মসজিদ প্রাঙ্গনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কিশোরগঞ্জের হয়বতনগরের সাহেববাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে সৈয়দ মশকুর দুই ছেলে দুই মেয়ে রেখে যান। তাঁর বড় ছেলে সৈয়দ শাকিল আহাদ বেক্সিমকো গ্রুপের বেক্সটেক্স লিমিটেড-এর সিনিয়র মার্চেন্টাইজিং ম্যানেজার ও চলচ্চিত্রের স্ক্রিপ্ট রাইটার। ছোট ছেলে সৈয়দ ওয়াকিল আহাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত (২০১৬) সঙ্গীত শিল্পী।
সৈয়দ আব্দুল আহাদের মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। এ ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল সৈয়দা দিনা হকসহ কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।