ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য যুব র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, ওসি (তদন্ত) মাহবুব আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার যুবক-যুবতী, উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন। এর মধ্যে ৯ জনের মাঝে ৪ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণ ও বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।