ধামইরহাটে জেএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল শাখার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

ধামইরহাট উপজেলা প্রশাসনের কড়া নজরদারিতে পরীক্ষার শুরুর আগেই পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করে ১ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।

ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৯০ জন পরীক্ষার্থীদের মধ্যে ৮৭৬ জন, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৮৪ জনের মধ্যে ৩৭৩ জন, বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭৪৯ জনের মধ্যে ৭৪৫ জন, ভোকেশনাল কেন্দ্র জগদল আদিবাসী স্কুল ও কলেজে ৮৫ জনের মধ্যে ৭৩ জন ও মাদরাসার একমাত্র কেন্দ্র ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় ৬৯৪ জনের মধ্যে ৬৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গনপতি রায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন পরীক্ষা পরিদর্শন করেন। নকলমুক্ত ও সুষ্ঠুভাবে ১ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবক মহল প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।

Similar Posts

error: Content is protected !!