মৃত্যুর আগে বললেন ‘তোমায় খুব ভালোবাসি মা’ [ভিডিও]

আমাদের নিকলী ডেস্ক ।।

পেশাগত কারণে একজন সংবাদকর্মীকে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করতে হয়। এ সংগ্রহের কাজে নানা বাধা-বিঘ্নের মুখোমুখি হতে হয় সংবাদ সংগ্রাহককে। কখনো কখনো মৃত্যুকেও আলিঙ্গন করা হয়। তেমনই একটি ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়।

৩০ অক্টোবর মঙ্গলবার ওই ঘটনা ঘটে। ৩১ অক্টোবর, বুধবার এনডিটিভি প্রতিবেদনটি প্রকাশ করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া নির্বাচনের কাভারেজ করতে গিয়েছিলেন দূরদর্শনের এক ক্যামেরা পারসন। কিন্তু সেখানে গিয়ে তিনি মাওবাদীদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

প্রতিবেদনটিতে সে ঘটনার বিবরণ এসেছে এভাবে : ক্যামেরার সামনে রয়েছে একটি মুখ। মুখটি মাটিতে থুবড়ে পড়ে রয়েছে। জঙ্গলের মাটি। গাছের পাতা ও বিভিন্ন লতায় মোড়ানো তা। ক্যামেরার দিকে তাকিয়ে ছলছল চোখে সেই মুখটি বলছে, “আমরা ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নির্বাচন কভার করার জন্য এসেছিলাম। এখন জঙ্গলে। আমাদের সঙ্গে কয়েকজন সেনা ছিল। আচমকাই চারপাশ থেকে ঘিরে ফেলল মাওবাদীরা। কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ গোলাগুলি চলতে আরম্ভ করল। আমি বোধহয় বাঁচব না আর। বাঁচার সম্ভাবনা আর নেই বললেই চলে। মৃত্যু একদম কাছে এসে দাঁড়িয়েছে আমার। তবুও কেন জানি একটুও ভয় লাগছে না। মা, এই ভিডিওটা আমি তোমার জন্য বানিয়ে রাখলাম। আমি হয়তো বাঁচব না আর। তবু, একটা কথা বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি “মা”। খুবই। আমি তোমাকে খুব মিস করব…।”

চারপাশ থেকে গুলির শব্দ আসছে মুহুর্মুহু। তার মধ্যেই এভাবেই একটি ভিডিও দান্তেওয়াড়ার জঙ্গলে শুয়ে রেকর্ড করেছিলেন দূরদর্শনের এক কর্মচারী। নাম মরমুকুট শর্মা। দান্তেওয়াড়ার নির্বাচনের জন্য ওই অঞ্চলে গিয়েছিলেন যিনি পেশাগত কারণে।

মরমুকুট শর্মা শেষমেশ বেঁচে গেলেও প্রাণ হারান তাঁর সিনিয়র ক্যামেরাম্যান অচ্যুত নন্দ সাহু। প্রায় এক ঘণ্টা ধরে সেনা ও মাওবাদীদের মধ্যে গোলাগুলি চলে।

সূত্র : প্রিয় ডটকম

Similar Posts

error: Content is protected !!