আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১১টি কেন্দ্রে জেএসসি, জেডিসি ও সমমানের কারিগরি সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে।
কেন্দ্রগুলোর মধ্যে শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে মোট জেডিসি পরীক্ষার্থী ৭৮০জন। এর মধ্যে প্রথমদিনের কোরআন মাজিদ পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৯৯ জন, অনুপস্থিত ২৪ জন। গ্রেন্দ্রর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এনায়েতুর রশিদ, কেন্দ্র সচিব অধ্য আবু রায়হান।
আলিয়ারহাট ডিইউএইচ ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে মোট জেডিসি পরীক্ষার্থী ৭১৮ জন। প্রথমদিনের পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮জন, অনুপস্থিত ৪০জন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবর রহমান, কেন্দ্র সচিব আলাদীপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্য ফজলুর রহমান, হল সুপারের দায়িত্বে ছিলেন আলিয়ারহাট মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য আব্দুস ছাত্তার।
শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট জেএসসি পরীক্ষার্থী ১০০৪জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৯২জন, অনুপস্থিত ৩৩জন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা ভেটেরিনারি সার্জন আমিরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মণ্ডল, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক আতাউর রহমান মণ্ডল।
শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৯৭১ জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৫৮ জন, অনুপস্থিত ১৩ জন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী ও একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন পঞ্চদাস জামতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক আব্দুল মান্নান।
মোকামতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট জেএসসি পরীক্ষার্থী ১২৩০জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ১২২০জন, অনুপস্থিত ২২ জন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আমিরুল ইসলাম ও রিসোর্স ইন্সট্রাক্টর রবিউল ইসলাম।
গুজিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মোট জেএসসি পরীক্ষার্থী ৫৮১জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৭৭জন, অনুপস্থিত ০৯ জন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ্, কেন্দ্র সচিব শফিকুল ইসলাম।
গুজিয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রের মোট জেএসসি পরীক্ষার্থী ৬০৪জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৯৭জন, অনুপস্থিত ০৬ জন। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, কেন্দ্র সচিব প্রধান শিক তোজাম্মেল হক তোতা।
শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৭৯জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৯জন। শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৪৭জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪জন। কেন্দ্র সচিব সহকারী শিক আজিজার রহমান।
বেতগাড়ী মীর শাহে আলম কারিগরি স্কুল এন্ড বিএম মহাবিদ্যালয় কেন্দ্রের কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৬১জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪জন, অনুপস্থিত ৮ জন। কেন্দ্র সচিব অধ্য আব্দুল আলিম।
কিচক টেকনিক্যাল বিএম কলেজের কেন্দ্রের কারিগরি নবম শ্রেণির সমাপনী পরীক্ষা ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের মোট পরীক্ষার্থী ৬৩জন। প্রথমদিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৩জন, অনুপস্থিত ৫ জন। কেন্দ্র সচিব অধ্য মোমিনুল ইসলাম লিটন চৌধুরী, ৪টি ভেন্যু কেন্দ্র চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওবায়দুর রহমান ও একটি বাড়ি একটি খামার পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী মাহফুজার রহমান।
১১টি কেন্দ্রে শান্তিপূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশুকাতে রাব্বী। কেন্দ্রগুলো পরিদর্শন শেষে নকলমুক্ত ও শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।