কিশোরগঞ্জে সবচেয়ে কম ভোটার নিকলী-বাজিতপুর আসনে

আমাদের নিকলী ডেস্ক ।।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ১৬ লাখ ২১ হাজার ৩৩৫ জন। ২০১৮ সালে একাদশ নির্বাচনের জন্য যে ভোটার তালিকা তৈরি করা হয়েছে, তাতে মোট ভোটার দাঁড়িয়েছে ২১ লাখ ২৫ হাজার ৯৭০ জন। সে হিসেবে গত ১০ বছরে এই জেলার ৬টি আসনে মোট ভোটার বেড়েছে ৫ লাখ ৪ হাজার ৬৩৫ জন।

তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত আইন অনুযায়ী ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ও স্থানান্তরের সুযোগ থাকায় এই সংখ্যায় কিছুটা পরিবর্তন আসতে পারে।

আসনভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, কিশোরগঞ্জ জেলার মধ্যে সব থেকে বেশি ভোটার রয়েছেন কিশোরগঞ্জ-১ আসনে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৮৪জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৮ হাজার ৪৪৮জন। সে হিসেবে এই আসনে গত ১০ বছরে ভোটার বেড়েছে ১ লাখ ১ হাজার ৬৩৬জন।

জেলার ৬টি আসনের মধ্যে সবচেয়ে কম ভোটারের আসন হচ্ছে কিশোরগঞ্জ-৫। বাজিতপুর ও নিকলী উপজেলা নিয়ে গঠিত এই আসনের বর্তমান ভোটার সংখ্যা ২ লাখ ৭৮ হাজার ৬১৩ জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ১৫ হাজার ১৮৬ জন। সে হিসেবে এই আসনে গত ১০ বছরে ভোটার বেড়েছে ৬৩ হাজার ৪২৭জন।

কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসনে বর্তমান ভোটার ৪ লাখ ১৭ হাজার ২৬৫জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২১ হাজার ৪৭৫ জন। সে হিসেবে এই আসনে গত ১০ বছরে ভোটার বেড়েছে ৯৫ হাজার ৭৯০ জন।

করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৩ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৪৭ হাজার ১৫৮ জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে মোট ভোটার ছিলেন ২লাখ ৫৯হাজার ৩৭০জন। এছাড়া ২০১৪ সালের ৫ই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ১ হাজার ৪৬২জন। সে হিসেবে এই আসনে গত ৫ বছরে ৪৫ হাজার ৬৯৬ এবং গত ১০ বছরে ভোটার বেড়েছে ৮৭ হাজার ৭৮৮ জন।

ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ২০ হাজার ২৩৬ জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৪০ হাজার ৮২৩জন। সে হিসেবে এই আসনে গত ১০ বছরে ভোটার বেড়েছে ৭৯ হাজার ৪১৩ জন।

ভৈরব ও কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩২ হাজার ৬১৪ জন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৫৬ হাজার ৬৩জন। সে হিসেবে এই আসনে গত ১০ বছরে ভোটার বেড়েছে ৭৬ হাজার ৫৫১ জন।

সূত্র : কিশোরগঞ্জ নিউজ, ৩ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!