চৌদ্দগ্রামে নেশাগ্রস্ত পুত্রের হাতে পিতার খুন!

শেখ মোবারক হোসাইন সাদী, নিজস্ব প্রতিনিধি ।।

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশাগ্রস্ত পুত্রের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুস সাত্তার প্রকাশ মাইনু মিয়া (৬২)। রোববার (৪ নভেম্বর ২০১৮) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটক শেষে পুলিশের নিকট সোপর্দ করেছে জনতা। পুলিশ লাশটি উদ্ধার শেষে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক তদন্ত শুভ রঞ্জন চাকমা বলেন, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরে রোববার সকালে নেশাগ্রস্ত ছেলে স্বাস্থ্য সহকারী ফরহাদ হোসেন তার পিতা আবদুস সাত্তার মাইনু মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ছেলে ফরহাদ হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশটি উদ্ধার ও ঘাতক ছেলে ফরহাদকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফরহাদ হোসেন মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করছিল। কয়েক মাস আগে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসাও দেয়া হয়েছে। মাঝে মাঝে সে উল্টোপাল্টা কাজ করে থাকে।

আটক ঘাতক ছেলে ফরহাদ হোসেন

Similar Posts

error: Content is protected !!