সংবাদদাতা ।।
গতকাল বুধবার ১১ নভেম্বর দুপুরে নিকলী উপজেলা বিএনপি’র নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলসহ জেলার নেতৃবৃন্দ।
নিকলী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত নিকলী উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ রতন, সহ-সভাপতি এ্যাডভোকেট মানিক মিয়া, আক্তার হোসেন রাজা, এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, উপদেষ্টা রইছ উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সাইফুল ইসলাম, আব্দুল কাদির জিলানী, আলহাজ মোঃ হারুন আল কাইয়ুম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক সাহের উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক মোঃ কামরুল আহসান (স্বাধীন), যুব বিষয়ক সম্পাদক প্রভাষক জামরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাধীন, শ্রম বিষয়ক সম্পাদক এ.কে.এম সামছুদ্দিন মাহফুজ, নিকলী সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ছান্দালী মেম্বার প্রমুখ।
সৌজন্য সাক্ষাত শেষে সকল নেতৃবৃন্দ সন্ধ্যায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শরীফুল আলমসহ সদ্য কারামুক্ত ৮৭ জন নেতা-কর্মীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। এ সময় জেল গেটে কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারো নেতা-কর্মীর সমাবেশ ঘটে।