সিলেটে ধর্মান্তরিত হয়ে বিপাকে স্কুলশিক্ষক

আমাদের নিকলী ডেস্ক ।।

সিলেটের বিশ্বনাথে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলামধর্ম গ্রহণ করায় বিপাকে পড়েছেন আবদুল্লাহ মাসউদ (২৩) নামের এক নওমুসলিম স্কুলশিক্ষক। ধর্মান্তরিত হওয়ার আগে তার নাম ছিল তপু চন্দ। তিনি বিশ্বনাথের ইংলিশ মিডিয়াম স্কুল ‘বিয়াম ল্যাবরেটোরিয়াম’-এর শিক্ষক ও বাউসী গ্রামের বাসিন্দা।

মাসউদের অভিযোগ, ধর্ম ত্যাগের বিষয়টি জানতে পেরে তার মা-বাবা ও বড় ভাই সুমন চন্দসহ পরিবারের লোকজন স্কুলে গিয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে। যে কারণে তিনি সপ্তাহখানেক ধরে কর্মস্থলে না গিয়ে ভয়ে আত্মগোপনে রয়েছেন। নিরাপত্তা চেয়ে গত ৩১ অক্টোবর তিনি বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গত ২৬ সেপ্টেম্বর সিলেটের বিচারিক হাকিম আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন মাসউদ। ওইদিন সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা সিহাব উদ্দিনের কাছে কালিমা পড়ে ইসলামধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।

মাসউদ সবার সহযোগিতা চেয়ে জানান, হিন্দুধর্ম ত্যাগ করায় পরিবারের লোকজন তার কর্মস্থলে গিয়ে হুমকি দিয়েছে। তাই ভয়ে তিনি স্কুল ছেড়ে দিয়েছেন। অবশ্য বড়ভাই সুমন চন্দের দাবি, তারা মাসউদকে প্রাণে মারার চেষ্টা তো দূরের কথা, কোনো ভয়ভীতিও দেখাননি।

স্কুলে গিয়ে হুমকি দেয়ার বিষয়টি অস্বীকার করে ‘বিয়াম ল্যাবরেটোরিয়াম’র প্রধান শিক্ষক মনিকাঞ্চন চৌধুরী বলেন, ‘দুর্গাপূজার পর শিক্ষক তপু চন্দ আর স্কুলে যাচ্ছেন না। তার বাড়ির লোকজনও তাকে খুঁজে না পাওয়ায় তারা স্কুলে এসে খোঁজ নিয়েছেন মাত্র।’

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, যে কোনো প্রয়োজনে আবদুল্লাহ মাসউদকে পুলিশি সহযোগিতা দেয়া হবে।

সূত্র : প্রিয় ডটকম, ৫ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!