আমাদের নিকলী ডেস্ক ।।
তিন ব্যাংকের ‘অফিসার (ক্যাশ)’ পদে লিখিত পরীক্ষা নেয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ৯ নভেম্বর সোনালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের ‘অফিসার (ক্যাশ)’ পদে নৈর্ব্যক্তিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।
সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। উল্লিখিত তারিখে বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হবে।
সূত্র : প্রথম আলো, ৬ নভেম্বর ২০১৮