ভুয়া কবিরাজ কেড়ে নিল শিশুর প্রাণ

সংবাদদাতা ।।
গতকাল বুধবার রাতে এক ভুয়া কবিরাজের অপচিকিৎসা প্রাণ কেড়ে নিয়েছে ইমন ওরফে কালা মিয়া (১৩) নামের এক শিশুর। কালা মিয়া নিকলী উপজেলা সদরের খালিশারহাটি গ্রামের মোঃ হেলালের ছেলে। ভুয়া কবিরাজ পার্শ্ববর্তী ষাইটধার গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে হোসেন আলী (তুরুক) (৪৫) ঘটনার পরপরই এলাকা ছেড়ে পালিয়েছে।
এ ঘটনায় ওইদিন রাতে হেলাল মিয়া বাদী হয়ে ভণ্ড কবিরাজ হোসেন আলীকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জানা যায়, গত ৩-৪ দিন আগে নিকলীর হাওরে মাছ ধরতে গিয়ে অসুস্থ্য হয়ে পড়ে কালা মিয়া। উপরি দোষে পেয়েছে বলে কালা মিয়ার বাবা হেলাল মিয়া কবিরাজ দিয়ে চিকিৎসা করান। কালা মিয়া সুস্থ্য না হওয়ায় উছেন আলী কালা মিয়াকে সুস্থ্য করার চুক্তি করে। গতকাল বুধবার সন্ধ্যায় হোসেন আলী কালা মিয়ার নাক দিয়ে গরম তেল পড়া ঢুকায়। এক পর্যায়ে জবরধস্তি করে কালা মিয়ার নাক দিয়ে কচুর ডগা প্রবেশ করালে মৃত্যুর কোলে ঢলে পড়ে কালা। কাউকে কিছু বুঝতে না দিয়ে কালা মিয়া ঘুমিয়ে পড়েছে বলে ভণ্ড কবিরাজ ঘর থেকে বেরিয়ে যায়। কালা মিয়ার মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে তার স্বজনরা নিকলী থানা পুলিশে খবর দেন। পুলিশ কালা মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ সকালে কালা মিয়ার লাশ কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!