ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে প্রায় ৬০ বছর পর কালিপূজা (দ্বিপাবলী) উদযাপন করল কোকিল তরফদারপাড়া গ্রামের শতাধিক হিন্দু পরিবার। নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশে ঠাকুর-পুরোহিতদের নিয়ে দ্বিপাবলী উদযাপন ছিল দেখার মতো।
স্থানীয় পুরোহিত নানাইচ গ্রামের ঠাকুর কালিদাস সিং জানান, প্রায় ৫ যুব আগে এই এলাকার সনাতন ধর্মপরায়ণ কিশোরীকান্ত ওই এলাকার জনৈক এক ব্যক্তির নামে ৬ বিঘা জমি সেবায়েত হিসেবে দান করেন।
পরবর্তীতে সেবায়েত গ্রহনকারী নিজে উক্ত সম্পত্তিতে রোপিত ধান চাষাবাদ করে এবং টাকা সব নিজে আত্মসাৎ করেন। শুধু তাই নয়, সেবায়েত গ্রহণকারী জমিগুলো অন্যত্র বিক্রি করে দিলে সেই থেকে প্রায় ৬০ বছর যাবৎ ওই স্থানে কালিপূজা বন্ধ থাকে।
এ বিষয়ে যতীন পাহানের ছেলে কৃষ্ণা পাহান বাদী হয়ে আদালতে ৯৯/১৭ নং মামলা দায়ের করেছেন। সম্প্রতি মন্দিরের সভাপতি রনজিত কুমার সিং, সম্পাদক মগেন পাহান ও ধর্মানুরাগী সদস্য রতন পাহানের নেতৃত্বে এবং স্থানীয়দের সনাতন ধর্মাবলম্বীদের সহযোগিতায় আবারও ওই মন্দিরে দীর্ঘ ৫ যুগ পর দ্বিপাবলী উদযাপিত হলো।