নিজস্ব প্রতিবেদক ।।
আগামী ৩০ মে, ২০১৯ থেকে শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর “আইসিসি বিশ্বকাপ”। পঞ্চমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হচ্ছে ইংল্যান্ড।
এবারের আসরে অংশ নেবে মোট দশটি দল। খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে। অর্থাৎ প্রতিটি দলই গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হবে।
লিগ পর্বে সেরা চার দল সেমিফাইনালে খেলবে। সেখান থেকে সেরা দু’দল ২০১৯-এর ১৪ জুলাই মুখোমুখি হবে ফাইনালে।
১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপে খেলে বাংলাদেশ। এরপর থেকে প্রতি আসরেই অংশ নিচ্ছে টাইগাররা। সবশেষ ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় মাশরাফি বিন মুর্তজার দল। সে খেলায় ভারতীয়দের নির্লজ্জ প্রতারণায় বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন অপূর্ণ থেকে যায়।
আইসিসি র্যাংকিংয়ে সপ্তম স্থানে থাকায় এবারের আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা।
একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি-