সংবাদদাতা ।।
নিকলী উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চল সিংপুর। সম্প্রতি সিংপুরে বিদ্যুৎ সংযোগ দেয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে খুটি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার ১১ নভেম্বর সকাল নয়টায় বড়হাটি মসজিদের সামনে প্রথম খুটি স্থাপন উদ্বোধন করেন সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম। গ্রামবাসীদের একজন জানান, বিদ্যুতের খুটি স্থাপনে গ্রামবাসীদের দীর্ঘ দিনের স্বপ্ন পূর্ণ হওয়ার পথে। বিদ্যুতের অভাবে পানি সেচ, শিক্ষা প্রতিষ্ঠান ও জনগণের নিত্যপ্রয়োজনীয় কাজে বাধাগ্রস্ত হচ্ছিল।