মহাস্থানে ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ফলক উন্মোচন

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

গতকাল বৃহস্পতিবার বিকালে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজ প্রাঙ্গনে মহাস্থান কলেজসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন, বগুড়-২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ শরিফুল ইসলাম জিন্নাহ।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাস্থান মাহী সওয়ার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবুল খায়ের। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, হাতে সময় কম থাকায় একযোগে মহাস্থান মাহী সওয়ার কলেজের একাডেমী ভবন সহ সিহালী উচ্চ বিদ্যালয়, বিহার এন এম উচ্চ বিদ্যালয়, চালুরঞ্জা কালিতলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়, করতকোলা জনাব আলী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, মোলামগাড়ী উচ্চ বিদ্যালয়, দোপাড়া আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়, পালিকান্দা আশরাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, জগনাথপুর উচ্চ বিদ্যালয়, সেকেন্দ্রাবাদ ডিএস দাখিল মাদ্রাসা, পঞ্চদাশ জামতলী উচ্চ বিদ্যালয়, পাতাইর ধুলাঝাড়া উচ্চ বিদ্যালয়ের ফলক উন্মোচন করা হয়।

হরিপুর চলনাকাঁথী মাদ্রাসার সহকারী শিক্ষক রবিউল ইসলামের পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন, রায়নগর ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, শিবগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক এরফান আলী, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়।

এসময় উপস্থিত ছিলেন হাবিবপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, ছিহালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিরাজুল ইসলাম হান্না, ইউপি সদস্য তোফাজল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রব্বানী পুটু, ফজলুল বারী, সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন ফিটসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!