আমাদের নিকলী ডেস্ক ।।
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বিতরণের প্রথম দিনে ১৭শ’ মনোনয়নপ্রত্যাশী দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ শুক্রবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংকালে এ কথা জানান।
তিনি বলেন, দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণের প্রথম দিনে ১৭শ’ আবেদনপত্রের ফরম বিক্রি হয়েছে। তার মধ্যে ৫টি মনোনয়নের আবেদন জমাও পড়েছে। গোলাপ বলেন, সকাল দশটা থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্রের ফরম বিতরণ শুরু হয়। জুমার নামাজের জন্য সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বিরতি দেয়া হয়। বিরতির পর রাত আটটা পর্যন্ত ফরম বিতরণ করা হয়।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দু’টি আবেদপত্র সংগ্রহ করেছেন। এ দুটি আবেদনপত্র গোপালগঞ্জ-৩ এবং রংপুর-৬ আসনের জন্য সংগ্রহ করা হয়েছে।
মনোনয়নের আবেদনপত্র বিতরণের লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগের জন্য আলাদা আটটি বুথ খোলা হয়। দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকরা মনোনয়নের আবেদন বিতরণের কার্যক্রম তদারকি করছেন। আবেদনপত্র বিতরণকে কেন্দ্র করে ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের আশেপাশের পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাসস