বিশেষ প্রতিনিধি ।।
চলমান জেএসসি পরীক্ষায় ‘হল’ সঙ্কটে ভুগছে কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী জিসি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এবারের জেএসসি পরীক্ষায় কেন্দ্রটিতে পরীক্ষার্থীর সংখ্যা এক হাজার ৭৭৭ জন। কিন্তু কেন্দ্রটিতে পরীক্ষার্থীর তুলনায় ‘হল’ সংখ্যা অপ্রতুল। যে কারণে পরীক্ষার সার্বিক নিরাপত্তার আশংকা দেখা দিয়েছে, ব্যাহত হচ্ছে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম।
নিকলী উপজেলার ১৩টি ও পার্শ্ববর্তী কটিয়াদি উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয়সহ মোট ১৪টি স্কুলের এক হাজার ৭৭৭ জন পরীক্ষার্থী নিকলী জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। কিন্তু এত সংখ্যক পরীক্ষার্থীর জন্য স্থান সংকুলান করতে হিমশিম খাচ্ছে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্রের নিজস্ব চার তলা ভবনসহ চারটি ভবন ছাড়াও পার্শ্ববর্তী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বিতল ভবনসহ চারটি ভবন, সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনসহ তিনটি ও মুক্তিযোদ্বা আদর্শ সরকারি কলেজের চারতলা ভবনগুলোতে পরীক্ষা নিতে হচ্ছে।
এই শিক্ষা প্রতিষ্ঠাগুলোর মধ্য দিয়েই রয়েছে নিকলীর প্রধান প্রধান সড়কগুলো। কাজেই বিশাল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে কেন্দ্র কর্তৃপক্ষের।
এছাড়া পরীক্ষার হলচাহিদা মেটাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ব্যবহারের কারণে ব্যাহত হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম। কেন্দ্র সুপার ও জি সি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশীদ এ সঙ্কটের কথা স্বীকার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান হাবীব জানান, কেন্দ্রের নিজস্ব ভবন স্বল্পতায় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ব্যবহার করা হচ্ছে।
সূত্র : নয়া দিগন্ত, ১০ নভেম্বর ২০১৮