আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৯ নভেম্বরের পরিবর্তে ২৮ নভেম্বর করা হয়েছে।
আজ সোমবার (১২ নভেম্বর ২০১৮) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর উদ্বোধনের সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা নতুন এই তারিখ ঘোষণা করেন।
এছাড়া তফসিল সংক্রান্ত অন্যান্য তথ্য পরে আলোচনা করে নির্ধারণ করে জানানো হবে বলে জানান তিনি। এর আগে নির্বাচন নিয়ে চলা মতপার্থক্য আর বিতর্কের মধ্যে ৮ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
পূর্ববর্তী তফসিল : যা জানা প্রয়োজন
২০১৪ সালের নির্বাচনের সময় থেকেই বিএনপি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে আসছে। তবে এবার তারা নতুন গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট জোটের অংশ হিসেবে বেশ কিছু দাবি তুলে ধরেছে। জোটের নেতা ড. কামাল হোসেন ৮ নভেম্বর তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনকে একটি চিঠিও দিয়েছিলেন।
সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন, নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা দাবি রয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের।
অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট নির্বাচনের তারিখ না পেছানোর পক্ষে অবস্থান নিয়েছিল। কিন্তু তাদের দাবি না মেনে ৮ নভেম্বর তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সোমবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পুনঃতফসিল ঘোষণার সিদ্ধান্তটি জানান।
পূর্ববর্তী তফসিলে কী ছিল?
মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ : ১৯ নভেম্বর, ২০১৮ সোমবার
মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ : ২২ নভেম্বর, ২০১৮ বৃহস্পতিবার
প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ : ২৯ নভেম্বর, ২০১৮ বৃহস্পতিবার
ভোট গ্রহণের তারিখ : ২৩ ডিসেম্বর, ২০১৮ রবিবার
সূত্র : বিবিসি, ১২ নভেম্বর ২০১৮