ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে এক দিনের ব্যবধানে দুই স্কুল শিক্ষার্থী যৌন হেনস্থার শিকার হয়েছে। থানা সূত্র জানায়, গত ১২ নভেম্বর কালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে স্থানীয় মৃত আয়েজুদ্দিনের ছেলে দেলদার হোসেন পার্শ্ববর্তী জঙ্গলে জোর করে ধরে নিয়ে যৌন হেনস্থার চেষ্টা করলে মেয়েটির ডাক চিৎকারে লম্পট দেলদার পালিয়ে যায়।
এ বিষয়ে ধামইরহাট থানায় একটি শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে ১১ নভেম্বর শিবরামপুর গ্রামের ভিক্ষুক চানমুদ্দিনের ছেলে বেনিদুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একই গ্রামের মৃত নবানু মণ্ডলের ছেলে আশরাফুল তার ঘরে মেয়েটিকে কৌশলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
পরে অবুঝ শিশুটি প্রাণভয়ে ডাকচিৎকার করলে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে মেয়েটির বাবা একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, ২ দিনের ব্যবধানে দু’টি অনাকাঙ্খিত ঘটনায় আমরা দু’টি পৃথক মামলা নিয়েছি এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। ১১ নভেম্বর ধর্ষণ মামলা (৯) ও ১২ নভেম্বর শ্লীলতাহানীর মামলা (১১) রেকর্ড করা হয়।