আমাদের নিকলী ডেস্ক ।।
প্রিন্ট মিডিয়ার সম্পাদকদের সঙ্গে শুক্রবার (১৬ নভেম্বর ২০১৮) বসবেন ড. কামাল হোসেন। এ কথা জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ নভেম্বর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ও ডা. জাফরুল্লাহসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে মির্জা ফখরুল জানান, ড. কামালের নেতৃত্বে কাল ইসিতে যাবেন তারা। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়।
এসময় ফখরুল বলেন, তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা আলাপ আলোচনা করে তফসিল ঘোষণা করার কথা; কিন্তু সে অনুযায়ী তফসিল ঘোষণা করা হয়নি। আমরা এতে অত্যন্ত হতাশ হয়েছি। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আমরা যে এক মাস পিছিয়ে তফসিল ঘোষণা দিতে বলেছি, এটা অত্যন্ত জরুরি।’
এসময় তিনি আরো বলেন, ‘১৬ তারিখ প্রিন্টিং মিডিয়ার মূল পত্রিকাগুলোর সম্পাদকদের সঙ্গে ড. কামাল হোসেন মতবিনিময় করবেন। এর পরে ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও কথা হবে। আসন ও প্রতীকের বিষয়গুলো পরে হবে।’
সূত্র : সময় নিউজ, ১৩ নভেম্বর ২০১৮