আমাদের নিকলী ডেস্ক ।।
জাতীয় পার্টি মঙ্গলবার (১৩ নভেম্বর ২০১৮) পর্যন্ত ১ হাজার ৯৮৬টি মনোনয়নপত্র বিতরণ করেছে। ১৪ ও ১৫ নভেম্বর পর্যন্ত পার্টির মনোনয়নপত্র বিতরণ অব্যাহত থাকবে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে।
আগামী ১৭ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। আজ জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-১৮ আসনের জন্য মনোনয়নপত্র গ্রহণ করেছেন পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। বাসস