বিশেষ প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করে সোমবার (১২ নভেম্বর ২০১৮)। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের মাধ্যমে এদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন হয়।
ফরম বিতরণের তৃতীয় দিন আজ বুধবার (১৪ নভেম্বর ২০১৮) দুপুর আড়াইটায় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসন থেকে নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল আলম রাজন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার পক্ষে উপস্থিত ছিলেন নিকলী-বাজিতপুরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ বিকালে এই প্রতিবেদকের সাথে ফোনে কথা হয় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক এই নেতার। তিনি জানান, “দলের ব্যানারে আমার অতীত-বর্তমান কার্যক্রম সম্পর্কে আত্মসমালোচনা করলে নিকলী-বাজিতপুর আসন থেকে এবারের বিএনপির মনোনয়ন পেতে আমি পুরোপুরি আশাবাদী। এই আসনটি বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। মনোনয়ন পেলে নিকলী-বাজিতপুরে জাতীয়তাবাদী শক্তির হারানো ঐতিহ্য ফেরাতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”
নির্বাচন নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তারপরও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার করতে। আমাদের লক্ষ্য অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। সেই সাথে মিথ্যা, বানোয়াট মামলা ও ষড়যন্ত্রে শিকার হয়ে দেশান্তরী হওয়া তারেক জিয়াকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা।
অবহেলিত অঞ্চল নিকলী ও বাজিতপুরের উন্নয়ন নিয়ে তার আশা-আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। আমি ছাত্রদল থেকে রাজনীতি করে উঠে এসেছি। তাই তৃণমূলের চাওয়া-পাওয়া বুঝতে আমার কষ্ট হয় না। আমি সব শ্রেণি-পেশার সাথে মিলে মিশে এগিয়ে যেতে চাই। এই অঞ্চলকে সারা দেশ তথা সারা বিশ্বে তুলে ধরতে চাই। এ অঞ্চলের প্রতিটি সম্ভাবনাকে সামনে এনে কাজে লাগাতে চাই।
যোগ্যতার বিবেচনায় নিকলী-বাজিতপুরে বিএনপির কাণ্ডারী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কেন্দ্র মনোনয়ন দেবে এই বিশ্বাস মনে লালন করি। এর পরও যদি দল অন্য কাউকে মনোনয়ন দেয়, জাতীয়তাবাদী শক্তির জয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকবো।