ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে কাঠামোগত দারিদ্র্য বিমোচনে প্রান্তিক পরিবারের সমতা শক্তিশালীকরণ (সম্মান) প্রকল্পের আওতায় ইউনিয়ন ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল সকাল ১০টায় তালঝাড়ি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়।
দাতাসংস্থা বিএমজেড ও নেটজ-এর অর্থায়নে এবং আশ্রয় সম্মান প্রকল্প ধামইরহাট ইউনিটের সহযোগিতায় আড়ানগর-উমার ইউনিয়ন ফেডারেশন “এজিএম”-এর আয়োজন করে।
অনুষ্ঠানে এলিজাবেথ সভাপ্রধান, ভগবতি সম্পাদক ও সজলি পাহানকে কোষাধ্যক্ষ করে ২বছর মেয়াদের জন্য ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার অপূর্ব চন্দ্র তালুকদার এবং প্রজেক্ট একাউন্টেন্ট আলমগীর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সম্মান প্রকল্পের কর্মকর্তা-কর্মচারি, গণ্যমান্য ব্যক্তি ও ফেডারেশন সদস্য, সাংবাদিকসহ প্রায় সাড়ে ৩ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।