ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
মানুষ মানুষের জন্য, এই স্লোগানটি এখন আর মুখেই সীমাবদ্ধ নয়, বাস্তবে রূপ দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘দেখাবো আলোর পথ’। শনিবার (১৭ নভেম্বর ২০১৮) সকাল ১০টায় ১নং ধামইরহাট মডেল ইউনিয়ন পরিষদে “ফ্রি চিকিৎসা” কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
চিকিৎসাসেবা প্রদান করেন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের হৃদরোগ-ডায়াবেটিস, মেডিসিন ও বক্ষব্যাধিতে অভিজ্ঞ ডাঃ মোঃ সাইফুল ইসলাম (এমবিবিএস)। চিকিৎসা কাজে সহযোগিতা করেন সাব-এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) শাহীনা সুলতানা, আকলিমা আকতার আখি, শামিমা ইয়াসমিন নিশি, তানিয়া সাফরিন কেয়া এবং সেবিকা নিহারিকা।
দেখাবো আলোর পথ সংগঠনের সভাপতি মেহেদি হাসান জানান, ধামইর উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ২হাজার ৭শত দরিদ্র রোগীকে আমরা চিহ্নিত করেছি, যদিও পরিমাণ আরও বাড়তে পারে। এসব রোগীকে পর্যায়ক্রমে বিনামূল্যে ডাক্তারি প্রেসক্রিপসান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদানে সহযোগিতা করেন সংগঠনের অন্যতম সদস্য শফিকুল ইসলাম রাজু, সাদি, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক, সাংবাদিক আবু মুছা স্বপন প্রমুখ।