মহসিন সাদেক, লাখাই সংবাদদাতা ।।
এক কলেজ ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। হয়রানির এ অভিযোগে শান্ত মিয়া নামে এক ডিম ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের লাখাই উপজেলায়। গতকাল সোমবার রাতে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন।
অভিযোগে জানা যায়, লাখাই উপজেলার সিংহগ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক রিয়াজ উদ্দিনের কন্যা সরকারী বৃন্দাবন কলেজের ছাত্রীকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছিল একই গ্রামের সামছু মিয়ার ছেলে ডিম ব্যবসায়ী শান্ত মিয়া। কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে হয়রানি করত। এ ভভিযোগ এনে ছাত্রীর বাবা লাখাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতে দোষ স্বীকার করায় শান্ত মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ।
অন্যদিকে, একই দিন সাতজন মাদক সেবনকারীকে ৫ হাজার টাকা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।