সব পর্নোগ্রাফি সাইট বন্ধ করতে হাইকোর্টের নির্দেশ

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী ছয় মাসের জন্য দেশের সকল পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১৯ নভেম্বর ২০১৮) হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ুন কবীর পল্লব।

হাইকোর্টের এ আদেশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসি, গ্রমীণফোন, বাংলালিংক, এয়ারটেল, রবিসহ সংশ্লিষ্ট পাঁচটি মোবাইল অপারেটেরকে নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র : কালের কণ্ঠ, ১৯ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!