হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর ২০১৮) সকাল সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। উপজেলাস্থ মির্জাপুর ইউনিয়নে ৩ নং ওয়ার্ডের খুল্ল্যে মিয়ায় চৌকিদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছে একটি পরিবার।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বসত ঘরের মালিক নুরুল আলম বরাত জানা যায়, সকালে হঠাৎ টিনসেট ঘরের এক কোনে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনের তীব্র লেলিহান শিখা ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্রসহ যাবতীয় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় এলাকাবাসী এসে পুকুর থেকে পানি নিক্ষেপ করে প্রায় ঘণ্টাব্যাপী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডে কবলিত পরিবার পরনের কাপড় ছাড়া কিছুই বের করতে পারেনি। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের দায়িত্বরত মো. জাফর প্রতিবেদককে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। পরিবারের দাবি অনুযায়ী প্রায় ২লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

Similar Posts

error: Content is protected !!