হাটহাজারীতে অজ্ঞাত ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারীতে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ নভেম্বর ২০১৮) হাটহাজারী উপজেলাস্থ নাজিরহাট-চট্টগ্রাম সড়কের চবি ১ নং গেইট শাহ ট্রেডার্স দোকানের সামনে থেকে সকালে অজ্ঞাত এ বৃদ্ধার লাশটি স্থানীয় ব্যক্তিরা দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে তিনি থানায় খবর দেন।

পরে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন।

অজ্ঞাত এই বৃদ্ধার বয়স আনুমানিক ৫২ হবে ও মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করেছেন স্থানীয় জনগণ। তবে লাশটির কোনো পরিচয় পাওয়া যায়নি বলে থানা সূত্রে জানা যায়।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার কোন পরিচয় পাওয়া যায়নি। একটি অপমৃত্যু মামলা রুজু হবে।

Similar Posts

error: Content is protected !!