মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ২জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (২১ নভেম্বর ২০১৮) সকাল সাড়ে ৮টার দিকে হাটহাজারী-অক্সিজেন সড়কের এগারো মাইল ঝাড়ুয়া দিঘীর পাড় মসজিদের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনাকবলিত মঈনুদ্দিন রাজু (২৮) নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হলে স্থানীয় আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতে আরো ৩জন গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রাজু লালিয়ারহাট এলাকার মোহাম্মদ আলীর পুত্র বলে জানা গেছে। নগরমুখি একটি বাস এগারমাইল এলাকায় আসলে বিপরীত দিক থেকে একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা সংগঠিত হয় বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
অপরদিকে সকাল ১০টায় কাটিরহাটস্থ মনিয়া পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি অটোরিক্সা সংঘর্ষে ওমার খাঁন (৩২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। তিনি কক্সবাজার জেলার রামু এলাকার নুরুল ইসলামের পুত্র।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) শেখ শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে বলেও জানান।