ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০১৮) দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে উক্ত অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
“প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি- প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল্লাহেল বাকী, আনছার ও ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, পরিবার কল্যাণ সহকারী মো. রাজু, গোলাম সরফরাজ, সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ হামিদী, আবু মুছা স্বপন প্রমুখ।
পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল বাকী জানান, বর্তমানে দেশে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৩২২ জনের পরিবর্তে ১৭০ জনে নেমে এসেছে এবং দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত সেবিকা দিয়ে হাসপাতাল ও ক্লিনিক থেকে নিরাপদে প্রসবের হার ২৭ থেকে ৪৭%-এ উন্নীত হয়েছে।
আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে বিশেষ সেবা প্রদান করা হবে।