“বাড়তি ফি নেয়া হলে স্কুলের স্বীকৃতি বাতিল”

আমাদের নিকলী ডেস্ক ।।

স্কুলগুলোতে কোনো বাড়তি ফি নেয়া হলে স্বীকৃতি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। সঙ্গে বাড়তি ফি নেয়া স্কুলগুলোর এমপিওভুক্তি বাতিলসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০১৮) ব্যানবেইজে সততা স্টোরের উদ্বোধন এবং দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন শিক্ষাসচিব।

বাড়তি ফি নেয়ার ঘটনার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসাধু শিক্ষক ও কর্মচারীদের দায়ী করেন শিক্ষাসচিব।

এর আগে বিভিন্ন স্কুলে পরীক্ষায় বাড়তি ফি নেয়ার অভিযোগে কয়েকটি স্কুলে অভিযান পরিচালনা করে দুদক।

সূত্র : চ্যানেল আই অনলাইন, ২২ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!