মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় রতন মল্লিক (৪৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ নভেম্বর ২০১৮) সকাল সাড়ে দশটার সময় চট্টগ্রাম-নাজিরহাট সড়কের বড়দিঘীর পাড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মল্লিক ফতেপুর ইউনিয়নস্থ ইসলামিয়াহাট বাদামতলের পশ্চিম পাড়ার সুধীর মল্লিকের পুত্র।
থানার ডিউটি অফিস সূত্রে জানা যায়, শনিবার সকালে হাটহাজারী-নিউমার্কেটগামী একটি দ্রুতযান বাস (চট্ট মেট্টো ১১-০৯০০) স্পেশাল সার্ভিস নিয়ন্ত্রণ হারিয়ে বড়দিঘীর পাড় সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিক্সার সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনায় রতন মল্লিক নিহত হন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেন। ঘাতক বাসটি থানা হেফাজতে রয়েছে বলেও জানা যায়।