ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস দিয়ে রাতের বেলায় বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যা রাতে উপজেলার রুপনারায়নপুর গ্রামে মৃত ছমির উদ্দিনের ছেলে আব্দুর রউফ টুকু (৫৫) স্ত্রী-সন্তানের ওপর অভিমান করে বাড়ির দরজার সাথে লাগা গাছে গলায় রশি দিয়ে ফাঁস দেন।
পরে স্ত্রী তাইফন বিবি ও মেয়ে সিন্তিয়া ওরফে জান্নান বাড়ির বাইরে ওই দৃশ্য দেখতে পেয়ে তাৎক্ষণিক আব্দুর রউফকে নিচে নামায় এবং তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
বিষয়টি নিয়ে গ্রামবাসী ও মৃতের ভাই হেলাল হোসেন ও মান্নান অভিযোগ করে বলেন, ভাইয়ের মৃত্যুর খবর শুনে আমি ভাইকে দেখতে আসলে আমার ভাবী তাইফুন আমাকে ঝাড়ু দিয়ে তাড়া করে। পরে গ্রামবাসীর সহযোগিতায় মৃত ভাইকে দেখতে পেয়েছি। আমার ভাবী ভাইকে ঠিকমত খাইতে দিত না ও দেখাশোনায় এবং যত্নে অবহেলা করতো বলে অভিযোগ করলেও কেন ও কিভাবে মারা গেল তা তদন্তের দাবি জানালে থানা পুলিশ লাশটি থানায় নিয়ে আসে এবং ২৫ নভেম্বর ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, ওসি জাকিরুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত মাহবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। মামলা নং-১৮, আসলে এটি আত্মহত্যা নাকি নির্যাতনে হত্যা তা ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নেব।