ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি)র এক পরীক্ষার্থীর মৃত্যু ও এক পরীক্ষার্থী মেসির চাপায় গুরুত্বর আহত হয়েছে।
এলাকাবাসী জানান, ধামইরহাটে ট্রাক্টরের চাপায় এদিন এক পরীক্ষার্থী ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আরো দুইজন পরীক্ষার্থী মারাত্মক আহত হয়েছে।
কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার জানান, পরীক্ষা শেষে ইসবপুর কেন্দ্র হতে দুই শিক্ষার্থী সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে মানপুর নামক স্থানে বালুবহনকারী মেসির (ট্রাক্টর) চাকায় ২ জন পরীক্ষার্থী পিষ্ট হলে তাৎক্ষণিক তাদের জয়পুরহাট হাসপাতালে নেয়ার পথে পরীক্ষার্থী মাসুম রেজা (১১) মারা যায় এবং অপর পরীক্ষার্থীর রাইহান গুরুত্ব আহত হয়।
মৃত শিক্ষার্থী চন্দ্রকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও জয়পুরহাট জেলার বাঁশকাটা গ্রামের আবু হানিফের ছেলে মাসুম রেজা (১১)। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।