ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২৫ নভেম্বর রোববার সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে ৪৭তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, সমবায় অফিসার হারুন অর রশিদ, সমবায় সমিতির সভাপতি সহিদুল ইসলাম, মফিজ উদ্দিন প্রমুখ।
পরে বিশিষ্ট সমাজসেবক ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ও সমবায়ী মো. মফিজ উদ্দিনের উদ্যোগে ৩ শতাধিক ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়।