“খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির জন্য ফের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে”

নারায়ণগঞ্জ প্রতিনিধি ।।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিলেন। দেশের লাখো মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের জন্যে শহীদ হয়েছিল। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন গণতন্ত্র ধ্বংসের পথে।

জনগণের বাকস্বাধীনতা নাই, ভোটাধিকার নাই। ভিন্ন মতালম্বিদের দমনে গুম-খুন এখন নিত্যদিনের ঘটনা। নব্য বাকশালী কায়দায় একনায়কতন্ত্র চালিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করা হয়েছে। কোন সভ্য দেশে এমন পরিস্থিতি চলতে পারে না। এ থেকে মুক্তির একটিই পথ, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে আরো একটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হলেই এদেশের গণতন্ত্র মুক্তি পাবে।

রোববার (২৫ নভেম্বর ২০১৮) সকালে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়ন ও সোনারগাঁও পৌর এলাকার বিভিন্ন গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে “গ্রাম মার্চ” কর্মসূচি চলাকালীন সময় এটিএম কামাল এসকল কথা বলেন।

এ সময় এটিএম কামাল ও বিএনপির নেতাকর্মীরা গ্রামের পথে হেঁটে হেঁটে দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে ছাপানো প্রচারপত্র সাধারণ মানুষের মাঝে বিলি করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ এলাকাবাসী।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর থেকে “গ্রাম মার্চ” কর্মসূচির কার্যক্রম শুরু হয়। তারপর বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোনারগাঁয়ের প্রতিটি গ্রামে গ্রামে চলছে এই কর্মসূচি।

Similar Posts

error: Content is protected !!