মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।
আসন্ন মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষে গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা হলরুমে লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোর্শেদ কামাল চৌ, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, ফয়সল শেখ, মুক্তার হোসেন বেনু, রফিকুল ইসলাম মলাই, আব্দুল হাই কামাল, আরিফুল ইসলাম রুপম, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনোয়াজ, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।
সভায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কমিটি ও উপকমিটি গঠন করা হয়। বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিতত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।