লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে ইকবাল মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ইকবাল মিয়া উপজেলার পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার শরীফপুর গ্রামের মঞ্জুর আলীর পুত্র।
জানা যায়, ওই গ্রামের এনায়েত হোসেনের সাথে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিবেশী মারাজ মিয়ার কথা কাটাকটির এক পর্যায় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে। এতে উল্লেখিত সংখ্যক লোকজন আহত হর।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে ইকবাল মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।