নাচতে নাচতে মঞ্চেই মারা গেলো কিশোরী [ভিডিও]

আমাদের নিকলী ডেস্ক ।।

মঞ্চে অনেক আনন্দের মধ্যেই নাচছিল কিশোরী। তবে হঠাৎ করেই নাচতে নাচতে পড়ে গেল সেই কিশোরী। তবে শুধু পড়েই যায়নি, নাচতে নাচতে মৃত্যুর কোলে পড়ে গেল সেই কিশোরী। মঙ্গলবার (২৭ নভেম্বর ২০১৮) মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় এ ঘটনা ঘটেছে।

ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক অনুষ্ঠানে সেই কিশোরী নাচছিল। আর সেখানেই ঘটে এমন একটা মর্মান্তিক ঘটনা। মঞ্চে নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক কিশোরী নৃত্যশিল্পী। কিশোরীর পরিচয় জানা গেছে। অনিশা শর্মা নামে ১২ বছরের ওই কিশোরী ভারতের পশ্চিম কান্দিবলির বাসিন্দা। সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

একটি হিন্দি গানের তালে নৃত্য পরিবেশনার সময় হঠাৎ মঞ্চে পড়ে যায় ওই কিশোরী। অনেক চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো যায়নি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই ওই কিশোরী মারা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, মুম্বাইয়ের কান্দিবলি এলাকায় বিজেপির অনুষ্ঠানে নাচের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক কিশোরী। এ ঘটনার চাঞ্চল্যকর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে নাচতে শুরু করে ওই কিশোরী। কয়েক সেকেন্ড নাচতেই হঠাৎ মঞ্চে পড়ে যায় সে। এসময় আয়োজকরা মঞ্চে উঠে ওই কিশোরীর চেতনা ফেরানোর চেষ্টা করেন; কিন্তু এতে ব্যর্থ হন তারা।

মুম্বাই পুলিশ বলছে, গত ২৩ নভেম্বর (শুক্রবার) কান্দিবলির পশ্চিম লালজি পাড়ায় বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছিল বিজেপি। মঞ্চে উঠে নাচ শুরু করতেই আছড়ে পড়ে ওই কিশোরী। পরে আয়োজকরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন।

https://youtu.be/8S83TWtHIYM

সূত্র : জাগো নিউজ, ২৮ নভেম্বর ২০১৮

Similar Posts

error: Content is protected !!