আমাদের নিকলী ডেস্ক ।।
টেস্ট ক্রিকেট দীর্ঘ ১২৮ বছর পর এই প্রথম কোন ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হবার রেকর্ড গড়লো। শনিবার (১ ডিসেম্বর ২০১৮) ঢাকা টেস্টের দ্বিতীয় ও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানকেই বোল্ড করেন বাংলাদেশের বোলাররা। যার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখালো বাংলাদেশ। নাম উঠেছে ওয়েস্ট ইন্ডিজেরও। তবে সেখানে তাদের নাম থাকবে প্রতিপক্ষ হিসেবে।
১২৮ বছরের মধ্যে প্রথম হলেও টেস্ট ক্রিকেটের কোন ম্যাচে এই নিয়ে তৃতীয়বার কোন ইনিংসের প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হলেন। এর আগে ১৮৭৯, ১৮৯০ সালে কোন ম্যাচের কোন ইনিংসে প্রথম পাঁচ ব্যাটসম্যানই বোল্ড হয়েছিলো।
এমন ঘটনা প্রথম ঘটে ১৮৭৯ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ছয় ব্যাটসম্যানই বোল্ড আউট হয়েছিলেন।
এরপরের ঘটনা ১৮৯০ সালে। ওভালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। ওই ম্যাচের তৃতীয় ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে প্রথম সাত ব্যাটসম্যানই বোল্ড আউট হন। বাসস